Site icon অবিশ্বাস

র‌্যাব পরিচয়ে ‘রাষ্ট্রচিন্তা’র দিদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

র‌্যাব পরিচয়ে রাজধানীর উত্তর বাড্ডার নিজের অফিস থেকে রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠনের অন্যতম সংগঠক দিদার ভুঁইয়াকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

 

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার সময় সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাবের লোক বলে দিদার ভুঁইয়ার অফিসে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা দিদার ভুঁইয়াকে নিয়ে যায়। একইসঙ্গে তার অফিসের দুটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং একটি মোবাইলও নিয়ে যায়। যোগাযোগ করা হলে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, র‌্যাব-১ দিদার নামে কাউকে আটক বা গ্রেফতার করেনি। তবু বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
দিদার ভুঁইয়ার বোন জামাই জাকির চৌধুরী জানান, রাজধানীর উত্তর বাড্ডার হল্যান্ড সেন্টারের পেছনে একটি ভবনের তৃতীয় তলায় থাকেন দিদার ভুঁইয়া। ওই ভবনের ৬ তলায় অ্যাবাক টেকনোলজি নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি ‘রাষ্ট্রচিন্তা’ ও ‘পরিবর্তন চাই’ নামে দুটি সংগঠনের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যার সময় তিনি অফিসে অবস্থানকালে র‌্যাব পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

জাকির চৌধুরী বলেন, আমরা র‌্যাব পরিচয়ধারী ব্যক্তিদের দিদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কি না তা জানতে চেয়েছিলাম। তবে তারা এর কোনও সদুত্তর দেয়নি। দিদারের এক বন্ধু কোনও অপরাধের সঙ্গে জড়িত রয়েছে এজন্য বন্ধু হিসেবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তারা জানায়। অফিস থেকে সিপিইউ, ল্যাপটপ নিয়ে গেলেও তা জব্দ তালিকা করে কারও কোনও স্বাক্ষরও নেওয়া হয়নি।
জাকির চৌধুরীর অভিযোগ, দিদার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রচিন্তা ও পরিবর্তন চাই সংগঠনের হয়ে সরকারের নানা কাজের সমালোচনা করে পোস্ট দিতেন। একারণে তাকে তুলে নেওয়া হতে পারে বলে শঙ্কা করছেন তারা।

বাংলা ট্রিবিউন

Exit mobile version