Site icon অবিশ্বাস

লক্ষ্মীপুরের কমলনগরে শিশুছাত্রকে ধর্ষণ, কওমি মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মিল্লাত হোসেন (২৫) নামের কওমি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ মার্চ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চরলরেন্স মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মিল্লাত উপজেলার মধ্য চরমার্টিন এলাকার আলী হোসেনের ছেলে এবং মুসলিমপাড়া সুলতানিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার নয় বছর বয়সী শিশুটি স্থানীয় মুসলিমপাড়া সুলতানিয়া কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মিল্লাত হোসেন ছাত্রটিকে বিভিন্ন সময় যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত ১১ মার্চ দুপুরে মাদ্রাসায় কেউ না থাকার সুযোগে মিল্লাত শিশুটিকে ধর্ষণ করেন। এতে রক্তক্ষরণ হলে শিশুটি ভয়ে প্রথমে কাউকে কিছু জানায়নি। দু’দিন আগে শিশুটির তার মাকে ঘটনাটি খুলে বললে পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে অভিযোগ দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন জানান, মামলা দায়েরের পর শুক্রবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। ২০ মার্চ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে ঘটনাটি স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সমকাল

Exit mobile version