Site icon অবিশ্বাস

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে আবদুল কাদের (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৪৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষক কাদের সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে। ওই এলাকায় তার ফ্লেক্সিলোড ও চিপসের দোকান রয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতের কোনো এক সময় কাদের ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ওই নারী স্থানীয়দের এ ঘটনা জানান। এ ঘটনায় কাদেরকে আটক করে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও থানা পুলিশকে অবগত করে। এ সময় ভাই আওয়ামী লীগের নেতা আবদুল নূর এসে কাদেরকে দুই চড় দেন। চড় খেয়ে সবার সামনে দিয়ে পালিয়ে যায় কাদের।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।

বি বার্তা ২৪

Exit mobile version