Site icon অবিশ্বাস

লক্ষ্মীপুর-৩: আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষ, গোলাগুলি; গুলিবিদ্ধ হয়ে মহাজোটের এক কর্মীর মৃত্যু, আহত আরও দুই ছাত্রলীগ কর্মী

লক্ষ্মীপুর ৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে (৩০ ডিসেম্বর) দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছে। তবে নিহত যুবক মহাজোটের কর্মী হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ফাকা আওয়াজের শব্দ শুনেন স্থানীয়রা। এসময় আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকজন গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষণ পর পাশ্ববর্তী একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যানও আওয়ামী লীগ নেতা আহসানুল কবির রিপন জানান, অতর্কিত সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত ও ছাত্রলীগের দুই নেতা গুলিবিদ্ধ হন।

যমুনা টিভি নিউজ

Exit mobile version