Site icon অবিশ্বাস

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

কুমিল্লার লাকসামের চন্দনা বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন-ইদ্রিস (৫০) ও মো. আলম (৩২)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, বিকেলে চন্দনা বাজার এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে লাকসামমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় আহত হন আরও চারজন।
যুগান্তর
Exit mobile version