Site icon অবিশ্বাস

লাকসামে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

লাকসামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেদোয়ান হোসেন কামরুল (৩২) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ১ জুলাই সোমবার কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই বখাটে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

জানা গেছে, ৩০ জুন রোববার পরিবারের সদস্যরা অসুস্থ এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে আসে। রাত গভীর হওয়ায় তারা এক নিকাটাত্মিয়ের বাসায় রাত্রিযাপন করে। বাড়িতে একা থাকার সুবাধে মাঝ রাতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বখাটে কামরুল। এ সময় ওই ছাত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, বখাটে রেদেয়ানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার কাগজ

Exit mobile version