Site icon অবিশ্বাস

লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

২৮ মে বৃহস্পতিবার দুপুরে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কলেজ ছাত্র সামিউল বাশার সুমন (২১) কে কালগিঞ্জ থানা পুলিশ লালমনিরহাট আদালতে সোপর্দ করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।

 

থানা পুলিশ ও ধর্ষিতার স্বজনদের সূত্রে জানা গেছে, ২৭ মে বুধবার রাতে পূর্ব পরিচিতের সুযোগ নিয়ে জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক গ্রামের মো মমিনুর রহমানের ছেলে আদিতমারী ডিগ্রী কলেজের ডিগ্রীতে অধ্যায়নরত ছাত্র সামিউল বাশার সুমন(২১) উক্ত ছাত্রীর বাসায় যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ছাত্রীটির বাড়ি জেলার কালীগঞ্জ থানার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ গ্রামে। ছাত্রীটি স্থানীয় একটি কলেজের অধ্যায়ন করে। এ ঘটনায় ছাত্রীটি বাদি হয়ে কালীগঞ্জ থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ধর্ষককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ২৮ মে বৃহস্পতিবার সকালে ধর্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

জনকণ্ঠ

Exit mobile version