Site icon অবিশ্বাস

লালমনিরহাটের কালীগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা করেছেন ছাত্রীর বাবা।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৭টায় বাসা থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন চন্দ্রপুর গ্রামের মশিউর রহমান (২৭)। এ সময় এই ছাত্রীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠান হয়েছে। অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জাগো নিউজ

Exit mobile version