Site icon অবিশ্বাস

লেগুনায় বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস অপর একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘট ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সোবহান (৬৭), তার নাতনি সাইকা (৫) ও পশ্চিম ছনুয়া গ্রামের রাহেনা আক্তার (৩০)।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী শহর থেকে একটি লেগুনা (উপকূল পরিবহন) লেমুয়া বাজার অভিমুখে যাওয়ার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। দ্রুতগামী বাসের ধাক্কায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ফেনী সদর হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য পাঁচজনের চিকিৎসা ফেনী সদর হাসপাতালে চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জাগো নিউজ

Exit mobile version