Site icon অবিশ্বাস

শাল্লায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ঝুমনের বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঝুমন দাসের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, হামলার আগেরদিন ১৬ মার্চ পুলিশ ঝুমন দাসকে আটক করে। পরে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরপর গত মঙ্গলবার (২৩ মার্চ) শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম বাদী হয়ে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। বর্তমানে ঝুমন সুনামগঞ্জ কারাগারে রয়েছেন।

গত ১৭ মার্চ ফেইসবুক স্ট্যাস্টাসকে কেন্দ্র শাল্লার নোয়াগাঁও গ্রামে হেফাজত সমর্থকরা হামলা চালায়। এ ঘটনা হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় শাল্লা থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা নিউজ

Exit mobile version