Site icon অবিশ্বাস

শিক্ষমন্ত্রীর বিরুদ্ধে ‘অপপ্রচার’, চাঁদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মিথ্যা অপপ্রচারের অভিযোগে চাঁদপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

২৬ আগষ্ট মঙ্গলবার সকালে থানায় অভিযোগটি দায়ের করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডি নং-১৩৭১।

অভিযোগে উল্লেখ করা হয়,শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নামে মিলি সুলতানা এবং জাইমা রহমান নামে ফেইসবুক পেইজ থেকে মিথ্যা,বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা একজন সাধারন নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্দ করেছে। যা দণ্ডনীয় অপরাধ বটে। ডাঃ দীপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনৈতিকের নামে মিথ্যা অপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি ও পেইজের বিরুদ্ধে তদন্ত পূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানায়, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর টাইমস

Exit mobile version