Site icon অবিশ্বাস

শেরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে শেরপুরে তরুণ গ্রেপ্তার

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মনির হোসেন(২৫) শেরপুর সদর উপজেলার মুন্সিরচর গ্রামের বুজরত আলীর ছেলে।

শেরপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মনির ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। এই নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনা তদন্তে নামে পুলিশ। সত্যতা পাওয়ার পর ২৫ মে সোমবার বিকেলে তাকে আটক করা হয়।”

মনিরের বিরুদ্ধে ২৬ মে মঙ্গলবার সকালে শেরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরে দুপুরে তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

Exit mobile version