Site icon অবিশ্বাস

শেরপুরে বিধবা নারীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

শেরপুর সদর উপজেলার একটি গ্রামে বিধবা নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ১১ জুন শুক্রবার রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাসিন্দা মো. সজীব (২১) ও বিল্লাল হোসেন (৪৫)। আজ শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর আগে সকালে ওই নারী বাদী হয়ে চারজনের নামে মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী তিন বছর আগে দুর্বৃত্তদের হাতে নিহত হন। এরপর থেকে তিনি (ভুক্তভোগী) তাঁর বাবার বাড়িতে বসবাস করছেন। শেরপুর শহরে একটি কাজ শেষে রাতে চাচাতো ভাইয়ের সঙ্গে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নারী। পথে তাঁদের গতি রোধ করেন চারজন।

চাচাতো ভাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়। একসময় ওই নারীর চাচাতো ভাইয়ের চিৎকার শুনে লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে সজীব ও বিল্লালকে আটক করেন।

সদর থানার ওসি মুনসুর আহাম্মদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সজীব ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রথম আলো

Exit mobile version