Site icon অবিশ্বাস

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের শ্বেতপত্র প্রকাশ করবে নির্মূল কমিটি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যেগ গ্রহণ করেছে বিবিসি। কমিটির পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র পুরোপুরি প্রকাশের ব্যাপারে দেশে বাধা রয়েছে। নির্মূল কমিটির অভিযোগ, ১ অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার নির্যাতন বন্ধের চেষ্টা করেনি। বরং অনেক ক্ষেত্রে এসব ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। কমিটির নেতা শাহরিয়ার কবির অভিযোগ করেছেন, নির্বাচনের আগে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে নির্বাচনের সময়; কিন্তু এবারের নির্যাতন সব মাত্রা ছাড়িয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে নির্যাতনের প্রকৃত ঘটনা প্রকাশ হচ্ছে না বলেই নির্মূল কমিটি শ্বেতপত্র প্রকাশ করতে চায়। তারা বলেছেন, নির্যাতনের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ পার্শ্ববর্তী দেশ ভরতে আশ্রয় নিয়েছে। তথ্য সংগ্রহের কাজে শাহরিয়ার কবির এখন কলকাতায়। সেখান থেকে তিনি বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেন, দেশের সংবাদপত্রগুলো রাজনৈতিক দলের দ্বারা সাংঘাতিকভাবে প্রভাবিত। তিনি উদাহরণ হিসেবে সিরাজগঞ্জের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার উল্লেখ করে বলেন, সেই কিশোরী ঢাকায় সাংবাদিক সম্মেলন করার পরও দেশের শীর্ষ স্থানীয় অনেক পত্রিকা খবরটি প্রকাশ করেনি।

সংবাদ, ১০ নবেম্বর ২০০১

Exit mobile version