Site icon অবিশ্বাস

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের ক্ষোভ

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সারাদেশে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার খবরে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দ এক বিবৃতিতে গভীর উদ্বিগ্ন ও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করেন। বিবৃতিতে তারা বলেন, দেশের বিভিন্ন সংখ্যালঘু এলাকার ঘরবাড়িতে হামলা, লুটপাট, অগ্নি সংযোগ ও নারী নির্যাতনের বহু দুঃখজনক ঘটনা ঘটে চলেছে। বিবৃতিদাতারা বলেন, গণতন্ত্রে ধর্ম, বণর্, নারী, পুরুষ সকলেই সমান। তদুপরি বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য হলো অসাম্প্রদায়িক মানসিকতার। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম শান্তি ও সৌহার্দের কথাই বলে। বিবৃতিদাতারা আশা প্রকাশ করছেন প্রশাসন ও শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনীর সকল সদস্যবৃন্দ এবং নির্বাচনে অংশগ্রহনকারী সকল পক্ষ সমাজের সর্বস্তরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাকে গুরুত্ব দেবেন, অন্যথায় দেশের ভবিষ্যৎ সংশয়াকীর্ণ হবে ও যথার্থ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র্র্র্র্র্র নির্মাণের স্বপ্ন ধূলিসাৎ হবে। বিবৃতিদাতারা হলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ, প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, নারীনেত্রী বেগম উমরুতল ফজল, ড.অনুপম সেন, সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, ডা.কামাল এ খান, বেগম মুশতারি শফি, এডভোকেট রানা দাশগুপ্ত, আবুল মনসুর, ড.মাহবুবুল হক, প্রকৌশলী দেলোয়ার মজুমদার বাকী, সাংবাদিক আবুল মোমেন।

ভোরের কাগজ, ৬ অক্টোবর, ২০০১

Exit mobile version