Site icon অবিশ্বাস

সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন পঙ্গু হাসপাতালে নির্যাতিতদের পাশে ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূত

ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনসহ সব ধরনের সন্ত্রাসী হামলা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত ডিয়েট্রিচ আন্দ্রেজ ও ডেনমার্কের রাষ্ট্রদূত নেইলস সেভারিন মংক। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কৌল বৈদ্য (৭৫) ও সুবল মণ্ডলের (৫২) শয্যাপাশে দাঁড়িয়ে তারা এ আহবান জানান। উল্লেখ্য, গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি পাবনার চাটমোহরে খ্রিস্টানপল্লীতে বিএনপি সন্ত্রাসীদের হামলায় ২৫ জন খ্রিস্টান ধর্মাবলম্বী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কৌল বৈদ্য ও সুবল মণ্ডল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আসেন। জার্মান ও ডেনমার্কের রাষ্ট্রদূত আহতদের ফুলের তোড়া উপহার দেন।

প্রথম আলো, ৮ মার্চ ২০০২

Exit mobile version