Site icon অবিশ্বাস

সংখ্যালঘুরা এখনো আতঙ্কে ঝালকাঠীতে তারকব্রহ্ম নাম কীর্তন অনুষ্ঠান এবার জমছে না

ঝালকাঠীতে রাসপূর্ণিমা উপলক্ষে শুরু হওয়া ৭দিন ব্যাপী অখণ্ড ‘তারকব্রহ্ম’ নাম কীর্তন এবার জমছে না। ঐতিহ্যগতভাবে প্রতিবছর এই অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত থাকলেও এ বছর মানুষ ঘর থেকে বের হওয়া নিরাপদ মনে করছে না। গত ২৮ নবেম্বর সন্ধ্যার পর ঝালকাঠী শহরের আড়তদারপট্টিস্থ রাধা গোবিন্দের আঙ্গিনায় সংকীর্তন অনুষ্ঠানে গিয়ে এই দৃশ্য চোখে পড়ে। একজন আয়োজক জানান, বিগত নির্বাচনের পর থেকে গ্রাম এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভয়ভীতির মধ্যে রয়েছে।

ভোরের কাগজ, ১ ডিসেম্বর ২০০১

Exit mobile version