Site icon অবিশ্বাস

সংখ্যালঘু নির্যাতন ঃ সরকার সত্য স্বীকার করছে না ——অধ্যাপক আনিসুজ্জামান

শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও সংস্কৃতি অঙ্গনের সুধীজনেরা গত কাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তারা সরকারকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান এবং সত্য স্বীকার করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ, পূনর্বাসন ও নিরাপত্তা প্রদান করার দাবি জানান। সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সমমনা সংগঠনগুলোর উদ্যেগে এ সংহতি সমাবেশ আয়োজিত হয়। অধ্যাপক আনিসুজ্জামান তার দেখা ক্ষতিগ্রস্থ এলাকা রামশীলের কিছু ঘটনার কথা উল্লেখ করে বলেন, সরকারের বক্তব্য শুনে মনে হয়, সাংবাদিকরা মিথ্যা কথা বলে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মিথ্যা কথা বলে। শুধু সরকারের কিছু লোক চরম সত্য কথা বলে। তিনি বলেন, সরকার যদি মিথ্যাচার করে তবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। পেশাগত কারণে ক্ষতিগ্রস্থ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করা সাংবাদিক রাজিব নুর ও কৈলাস সরকার সমাবেশে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। সমাবেশের ঘোষনাপত্র পাঠ করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারপারসন সারা যাকের। কবি শামসুর রহমানের কবিতা পড়ে শোনান রামেন্দু মজুমদার। কবি মোহাম্মদ রফিক পড়েন সাম্প্রতিক লেখা কবিতা ‘সাড়ে তিন হাত জমি’। শিল্পী অজিত রায় শ্রোতাদের গেয়ে শোনান ‘ও ভাইরে ভাই, বন্ধু চল যাইরে, রাম-রহিমের বাঁচা’। শিল্পী মিতা হক ও তার দল গাইলেন ‘ও আমার দেশের মাটি’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াহিদুল হক, মফিদুল হক, ফেরদৌসী মজুমদার, কলিম শরাফী, জামাল উদ্দীন হোসেন, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, রথীন্দ্র নাথ রায় ও নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।

দৈনিক জনকণ্ঠ, ২৬ অক্টোবর ২০০১

Exit mobile version