Site icon অবিশ্বাস

সাঁথিয়ায় শ্মশান ঘাট দখলের চেষ্টা ব্যর্থ

সাঁথিয়া উপজেলা সদরের শ্মশানঘাট দখলের অপচেষ্টা জনগণের প্রতিরোধে ব্যর্থ হয়ে গেছে জামাত-শিবিরের কর্মী ও সমর্থকরা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর দিয়ে এবং শ্মশান ঘাটের জমির ওপর রাতারাতি ঘর উঠিয়ে খুঁটি পুঁতে রাখে। সাধারণ জনগণ এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এর প্রতিবাদ করে। পুলিশ গতকাল শেষ রাতে ঘরগুলো ভেঙে দেয়। যারা ঘর উঠিয়েছিল তাদের বাড়ি সাঁথিয়ার ফকিরপাড়া ও মহিমগাছা মহল্লায়। আওয়ামী লীগের সাঁথিয়া উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মতিউর রহমান দুলাল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঁথিয়া-বোয়াইলমারী শ্মশানের জমিসহ বাঁধের ওপর ঘর উঠানোর ফলে জনমনে যে ঘৃণা এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা ধামাচাপা দেয়ার জন্য একটি সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহষ্পতিবার বিভিন্ন সংবাদপত্রে মিথ্যা খবর প্রকাশিত হয়।

সংবাদ, ২১ ডিসেম্বর ২০০১

Exit mobile version