Site icon অবিশ্বাস

সাতক্ষীরার আশাশুনিতে মোহাম্মদ সম্পর্কে কথিত কটুক্তির অভিযোগ, হিন্দু স্কুলশিক্ষককে হয়রানি, গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনিতে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদকে ফেসবুক পোস্টে  কথিত কটুক্তির গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের একজন শিক্ষককে হয়রানিমূলক গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। 

 

ভিক্টিম শিক্ষকের নাম  ইন্দ্রজিত হাজারী (৩৫)। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সুবোল হাজারীর ছেলে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, ৭ এপ্রিল ফেসবুক তাঁর ফেসবুক আইডিতে বিতর্কিত পোস্ট দেয়ার গুজব ছড়িয়ে স্থানীয় ধর্মান্ধ মুসলমানদের উস্কিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার (৮ এপ্রিল) দুপুরে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ইন্দ্রজিত হাজারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত পোস্ট দেয়ার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলিমদের অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টি করায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সূত্র

Exit mobile version