Site icon অবিশ্বাস

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের কন্যা শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে (১৮) ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

বুধবার (৭ অক্টোবর) রাত ১২টায় সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পূর্ব কাশিমাড়ি গ্রাম সিআইডি’র দুটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তরিকুল ইসলাম আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের শিহাবুর রহমানের ছেলে। বর্তমানে ভারতে থাকেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুলকে ভারতে যাওয়ার প্রাক্কালে সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার আনিচুর রহমান বলেন, মোবাইলে ছবি দেখানোর কথা বলে গত সোমবার দুপুর ২টার দিকে তরিকুল ওই কন্যা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই দিন রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৫ অক্টোবর) শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।

গ্রেপ্তার হওয়ার পর তরিকুল সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানান এই সিআইডি কর্মকর্তা।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version