Site icon অবিশ্বাস

সাতক্ষীরার তালায় গৃহবধূকে ধর্ষণ করে স্বামীর কাছে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ

গৃহবধূকে ধর্ষণ করে স্বামীর কাছে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কামাল সানা (৩৪) সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার গ্রামের ফাজেল সানার ছেলে।

একই গ্রামের বাসিন্দা ধর্ষণের শিকার গৃহবধূর (২৫) ভাষ্য, কর্মক্ষেত্র যশোর হওয়ায় সেখানে থাকে স্বামী। আওয়ামী লীগ নেতা কামাল সানা আমার স্বামীর পূর্বপরিচিত। সেই সুবাদে আমাদের বাড়িতে যাতায়াত ছিল কামালের। এরই মধ্যে আমাকে কুপ্রস্তাব দেয় কামাল। গত ৫ অক্টোবর আমাকে ডেকে নিয়ে জড়িয়ে ধরে মোবাইলে আপত্তিকর ছবি তোলে সে।

ঘটনাটি কাউকে জানালে আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। সেই সঙ্গে ওই ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে গত ১৫ অক্টোবর আমাকে ধর্ষণ করে কামাল। ধর্ষণের কথা কাউকে না জানানোর ভয় দেখানো হয়। গত বুধবার (১৩ নভেম্বর) আপত্তিকর ছবি আমার স্বামীর কাছে পাঠায় সে। এতে আমার সুখের সংসার তছনছ হয়ে যায়।

এ বিষয়ে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে দল থেকে কামাল সানাকে বহিষ্কার করা হবে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রাসেল জাগো নিউজকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলা করেছেন গৃহবধূ। ওই মামলায় আওয়ামী লীগ নেতা কামাল সানাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাগো নিউজ

 

Exit mobile version