Site icon অবিশ্বাস

সাতক্ষীরায় গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) রাতে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ও ইন্সপেক্টর (তদন্ত) মো. জেল্লাল হোসেন মির্জাপুর এলাকায় অভিযান চালান। এ সময় মির্জাপুর এলাকা হতে গণধর্ষণ মামলার আসামি পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার মৃত মোমিন সরদারের ছেলে মো. মোন্তাজ সরদার, একই গ্রামের মো. শহিদুল সরদারের ছেলে মো. সবুজ সরদার এবং মৃত ওসমান সরদারের ছেলে মো. বিল্লাল সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সময় নিউজ টিভি

Exit mobile version