Site icon অবিশ্বাস

সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, মামলার পর ১১ ডিসেম্বর শুক্রবার ভোরে সামাদ গাজী (৫৫) নামে এই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছেন। সামাদ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল এলাকার বেলায়েত গাজীর ছেলে। ওসি বলেন, এলাকার ৪২ বছর বয়সী এক গৃহবধূকে সামাদ উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২৬ নভেম্বর সামাদ গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সামাদ পালিয়ে যান।

পরে গৃহবধূ থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version