Site icon অবিশ্বাস

সাতক্ষীরায় গ্রেপ্তারের দুদিন পর আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে দামারপোতার মধ্যবর্তী স্থানে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে (৩ জানুয়ারি) কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

 

নিহত জাকির হোসেন (৪০) মাটিয়াডাঙ্গা গ্রামের কওসার আলীর ছেলে। তার বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যাকাণ্ড, চোরাচালান, ঘের দখল ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে বলে দাবি করছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমানের ভাষ্য, জাকির হোসেনকে দুদিন আগে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে পুলিশ তার অস্ত্রভান্ডার তল্লাশিতে যায়।

তার দাবি, এসময় জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

ইউএনবি

Exit mobile version