Site icon অবিশ্বাস

সাতক্ষীরায় মন্দির থেকে ২ মূর্তি চুরির অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মন্দিরের তালা ভেঙে কৃষ্ণমূর্তি ও নারায়ণ ঠাকুরের মূর্তি চুরির অভিযোগ উঠেছে।

 

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, উপজেলার কাপসণ্ডা সর্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে ৮ জুলাই বৃহস্পতিবার রাতে চুরির এ ঘটনা ঘটে বলে তারা খবর পেয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্দিরের পুরোহিত করুণাকান্ত ব্যানার্জির অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের তালা ভাঙা এবং বিভিন্ন মূর্তি মধ্য থেকে কৃষ্ণমূর্তি ও নারায়ণ ঠাকুরের মূর্তি নেই। অনেক খোঁজাখোজির পরও সন্ধান মেলেনি।

মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জি বলেন, “মূর্তি দুটির মধ্যে একটি কষ্টিপাথরের আর অন্যটি পেতলের। দুটির দাম লক্ষাধিক টাকা।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version