Site icon অবিশ্বাস

সান্তাহারে কলেজছাত্রীকে অপহরণের পর উদ্ধার আবার অপহরণ

একজন কলেজ ছাত্রীকে অপহরণ এবং উদ্ধারের পর হেফাজতকারীর বাড়িতে হামলা চালিয়ে পুনরায় অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ অপহরণকারীর মাসহ ছয়জনকে গ্রেপ্তার এবং নিরাপত্তার জন্য অপহৃতার গ্রামে পুলিশি টহলের ব্যবস্থা করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সান্তাহার শহরের পার্শ্ববর্তী একটি গ্রামের প্রফুল−সূত্রধরের কন্যাকে একই গ্রামের আনছার আলীর পুত্র সবর্ণকার মিন্টু (২০) বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। গত বুধবার ভোরে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে মিন্টু দলবল নিয়ে তাকে অপহরণ করে। পরে অপহৃতার পরিবার গ্রামের লোকজনের সহায়তায় পুতুলকে নওগাঁ জেলার দুর্গাপুর গ্রাম থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদ মফিজ উদ্দীনের হেফাজতে রাখেন। ওই দিন রাতেই মিন্টু তার দলবল নিয়ে আবারো ওই ইউপি সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। সংবাদ পেয়ে আদমদীঘি থানা পুলিশ রাতেই ওই গ্রামে যায় এবং অপহরণকারী মিন্টুর মা মনোয়ারা বেগমসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এদিকে অপহৃতার পরিবারের নিরাপত্তার জন্য গ্রামটিতে পুলিশি টহল জোরদার হয়েছে।

প্রথম আলো, ৬ এপ্রিল ২০০২

Exit mobile version