Site icon অবিশ্বাস

সাভারে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষসহ গ্রেপ্তার ৩

সাভারে এক নারীকে ‘ধর্ষণ’ এবং এক মাদ্রাসা শিক্ষার্থীকে ‘বলাৎকারের চেষ্টার’ অভিযোগে আলাদা দুইটি মামলায় একটি মাদ্রাসার অধ্যক্ষসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু ‘ধর্ষণের’ অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার তাফিজুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়া। নারী ‘ধর্ষণ’ অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন ইকবাল মিয়া।

এসআই আলমগীর হোসেন জানান, গত শনিবার সকালে ছায়াবিথী মহল্লার তাফিজুল কোরআন মাদ্রাসায় পড়তে যায় এক শিশু। এসময় শিক্ষক ‘খাবারের লোভ দেখিয়ে’ শিক্ষক ইব্রাহীম মিয়া শিশুটিকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযুক্ত শিক্ষক ও ওই মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে সাভারের সিআরপি রোড এলাকায় চাকরি দেওয়ার কথা বলে সোহেল রানা ও ইকবাল মিয়া এক নারীকে ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ এসেছে। ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। পুলিশ রোববার সকালে সিআরপি রোড এলাকা থেকে ইকবাল মিয়াকে গ্রেপ্তার করেছে।

‘ধর্ষণের শিকার’ নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

সমকাল

Exit mobile version