Site icon অবিশ্বাস

সাভারে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

সাভারে বান্ধবীর বাসা থেকে ফেরার পথে এক নারী পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এর আগে শনিবার রাতে ভুক্তভোগী শ্রমিক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক চার জন হচ্ছে– আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও মো. আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর এবং নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন ওই নারী পোশাক শ্রমিক। পথে দুই পুরুষ সহকর্মীর সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে কথা বলার সময় চার বখাটে তাদের ঘিরে ফেলে। এ সময় বখাটেরা দুই সহকর্মীকে তাড়িয়ে দিয়ে ওই নারীকে সাইফুলের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে তুলে নিয়ে যায়। এর পর পালাক্রমে চালানো হয় পাশবিক নির্যাতন। পরে পোশাকশ্রমিককে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা। এ ঘটনার পর শনিবার বিকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার শিকার নারী শ্রমিক।

মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে সকালে চার জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের শেষে দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version