Site icon অবিশ্বাস

সাভার ও ধামরাইয়ে সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর নির্যাতন অব্যাহত

সাভার ও ধামরাই এলাকায় বিএনপি ও চারদলীয় জোট নেতা-কর্মীরা নিত্যদিনই আ’লীগ নেতাকর্মী ও সমর্থকদের মারধর, অশ্লিল গালাগালি, বসতভিটা বাড়িতে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, স্কুল-কলেজের ছেলে মেয়েদের ভয়-ভীতি এবং সংখ্যালঘুদের ওপর অমানুষিক নির্যাতন অত্যাচার এবং দেশ ত্যাগের হুমকি দিচ্ছে। গতকাল মঙ্গলবার ধামরাই উপজেলার কুণ্ডা উইনিয়নের বড়দাইল (উগলাপাড়া) গ্রামের ভূবন মাষ্টারের বাড়িতে রাত ১০টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সামসুদ্দিনের নেতৃত্বে ৩০/৪০জনের একটি দল অতর্কিত হামলা করে। তারা বাড়িতে ঢুকে হালের বলদ, ধান, চাল, মুরগিসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে এবং সাত দিনের মধ্যে দু’লাখ টাকা দাবি করে। তা না হলে দেশ ত্যাগের হুমকি দেয়। এ ব্যাপারে থানা পুলিশ করলে মেরে ফেলার ভয় দেখায়। এদিকে ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নগেন্দ্র ঋষির বাড়ি থেকে ৫টি গরু নিয়ে যায় সন্ত্রাসীরা। সুয়াপুরে সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে। আ’লীগ নেতা-কর্মী ও সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটের ঘটনায় ধামরাই ও সাভারে আতংক ছড়িয়ে পড়েছে। সাভার ও ধামরাইয়ে সংখ্যালঘুরা গৃহবন্দি হয়ে পড়েছে। পুলিশের কাছে অভিযোগ করে কোন রকম প্রতিকার পাওয়া যাচ্ছে না।

দৈনিক মুক্তকণ্ঠ, ১০ অক্টোবর ২০০১

Exit mobile version