Site icon অবিশ্বাস

সামাজিক মাধ্যমে লেখা নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করলো বুয়েট

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পোস্ট এবং কমেন্ট করার সময় সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

 

সোমবার (১৯ অক্টোবর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ ছাত্র-ছাত্রীর আইসিটি ও ডিজিতাল নিরাপত্তা আইনের বিষয়ে অবগত না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য ও মন্তব্য প্রদান করে আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। আইসিটি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আইনি জটিলতা থেকে মুক্ত থাকার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য ও মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সচেতন হওয়ার জন্য সকল ছাত্র-ছাত্রীকে পরামর্শ প্রদান করা যাচ্ছে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র-ছাত্রী আইসিটি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী আইনি জটিলতার সম্মুখীন হলে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কোনোরূপ দায় নেবে না।

এর আগে ২০১৯ সালের ৭ অক্টোবর ফেসবুকে পোস্ট দেওয়ার জের ধরে বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন সদস্য।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version