Site icon অবিশ্বাস

সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মানববন্ধন

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে গ্রাম থিয়েটারের আয়োজনে গতকাল (সোমবার) শাহবাগ মোড় হইতে টিএসসি পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দেশের বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক সংস্কৃতি কর্মী এই মানব বন্ধনে অংশ নেয়। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার বিকালে নগরীতে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াইয়া বাঙালী সমাজকে বিভক্ত করিবার চেষ্টা চালানো হইতেছে। তাহারা অবিলম্বে প্রশাসনকে নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাইয়া বলেন, অন্যথায় দুর্বার আন্দোলন হইবে। চট্টগ্রাম থিয়েটার সমন্বয় পরিষদ, আবৃত্তি জোট ও সর্বস্তরের সাংকেতিক কর্মী আয়োজিত মৌন মিছিল প্রেসক্লাব চত্বর হইতে চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা হইয়া শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদের প্রেসিডেন্ট সুচরিত দাশ খোকন। বক্তৃতা করেন আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক রাশেদ হাসান ও সংস্কৃতি কর্মী সাইদুল আলম।

দৈনিক ইত্তেফাক, ২০ অক্টোবর ২০০১

Exit mobile version