সারাদেশে নির্বাচনোত্তর সহিংস পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান । তিনি এসব সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি-জামায়াত জোটের সশস্র সন্ত্রাসীরা সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মী, সাধারণ জনগণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিবৃতিতে তিনি বলেন , এসব সহিংস ঘটনায় এ পর্যন্ত ৯ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘন্টায় আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী। অথচ বেগম জিয়া সন্ত্রাস মুক্ত দেশ গড়ার কথা বলেছেন। এমনকি সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। জিল্লুর রহমান অবিলম্বে এসব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
দৈনিক মুক্তকণ্ঠ, ৬ অক্টোবর ২০০১