Site icon অবিশ্বাস

সারা দেশে সংখ্যালঘূ ও মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ওপর অব্যাহত নির্যাতনের প্রতিবাদ

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অব্যাহত অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল। শুক্রবার পৃথক পৃথক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনকারী সংগঠনসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ, গণসংস্কৃতি ফ্রন্ট,বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, মাইনোরিটিস রাইটস কমিশন বাংলাদেশ ও কেন্দ্রীয় খেলাঘর আসর। গণসংস্কৃতি ফ্রন্টের পক্ষ থেকে দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকাল ৪টায় নগরীর মুক্তাঙ্গনে এক সমাবেশ শেষে এই বিক্ষোভ শুরু হবে। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের ঘটনায় বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের নেতৃত্ববৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নবগঠিত একটি সরকারের সূচনালগ্নে এ ধরনের অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি গণতন্ত্র বিকাশের ধারায় চরম নেতিবাচক প্রভাব ফেলবে। ক্রমবর্ধমান এসব মানবতাবিরোধী ঘৃণ্য কার্যকলাপ রোধে সরকারকে দৃঢ় ব্যবস্থা নিতে হবে। নেতৃত্ববৃন্দ রামেন্দু মজুমদারের প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। দেশব্যাপী ক্রমবর্ধমান হামলা, ধর্ষণ, অগ্নিসংযোগ, হত্যা, লুটতরাজ, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভাস্কর বন্দোপাধ্যায়, রুপা চক্রবর্তী, মুহাম্মদ সামাদ, আজহারুল হক আজাদ, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে দেশব্যাপী সন্ত্রাস, নির্যাতন বন্ধ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের ও সংখ্যালঘুদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। পরে একটি প্রতিবাদ মিছিল বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। দেশে বিরাজমান সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে শুক্রবার এই সংগঠনের পক্ষ থেকে এক শিশু শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গন থেকে শুরু হয়ে এটি শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সদ্যবিগত জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। অত্যাচারের শিকার হয়ে তাদের অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতির অবসানে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

দৈনিক জনকণ্ঠ, ২০ অক্টোবর ২০০১

Exit mobile version