Site icon অবিশ্বাস

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ, ফুচকাবিক্রেতা কারাগারে

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ফুচকা খাওয়ানোর কথা বলে ধর্ষণ করার অভিযোগে ইব্রাহিম মিয়া (৩২) নামে এক ফুচকা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৩ জুলাই মঙ্গলবার বিকেলে আসামীকে আদালতে উঠানো হয়। সে সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। এ ঘটনায় ওই ভিকটিম একই আদালতে ধর্ষণের বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের এএসআই মো. রোকনুজ্জামান।

এর আগে, ১২ জুলাই বিকাল ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও সাকিন্থ মেঘনা ডিপো ও পদ্মা ডিপোর মাঝামাঝি নদীর পাড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনার দিন রাতেই ইব্রাহিমকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত ইব্রাহিম সিদ্ধিরগঞ্জের ২নং ক্যানেল পাড় জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া ফজল খাঁ এর ছেলে। সে চাঁদপুর দক্ষিণ বালিয়া বাজার এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহিম একজন ফুচকা বিক্রেতা। ঘটনার দিন বিকেলে ইব্রাহিম ওই শিশুকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও সাকিন্থ মেঘনা ডিপো ও পদ্মা ডিপোর মাঝামাঝি নদীর পাড় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ইত্তেফাক

Exit mobile version