Site icon অবিশ্বাস

সিরাজগঞ্জের অধিকাংশ মন্দিরে এ বছর দুর্গাপূজা হবে না

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অধিকাংশ মন্দিরে এবারে ‘শারদীয় দূর্গোৎসব’ পালিত হচ্ছে না। জানা গেছে, উপজেলার খুকনি, গালা, সোনাতলী, নরিনা, বেলতৈল, পোরজনা ও গাড়াদহ ইউনিয়নের অধিকাংশ মন্দির কর্তপক্ষ গোলযোগের আশঙ্কায় চলতি বছরে দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিগত বছর গুলোতে সিরাজগঞ্জ জেলার ৯টি থানার মধ্যে শাহ্জাদপুরে সর্বাধিক ৭০টি মন্দিরে দুর্গাপূজা উদ্যাপিত হলেও ‘একটি বিশেষ মহলের’ প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকির কারণে এলাকার হিন্দু সম্প্রদায় এবারে দুর্গাপূজা পালন করা নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। দুর্গাপূজার আর ৭ দিন বাকি থাকলেও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের কিছু কিছু মন্দিরে প্রতিমা তৈরির কাজ চললেও গ্রামাঞ্চলের মন্দির গুলোতে পূজার কোন প্রস্তুতি নেই। এ ব্যপারে স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার বসাক ‘সংবাদ’কে জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে সরকার ব্যর্থ হলে আমরা কি করব?

সংবাদ, ১৪ অক্টোবর ২০০১

Exit mobile version