Site icon অবিশ্বাস

সিরাজগঞ্জের সড়কে ১৩ মাসে ৯৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

সিরাজগঞ্জের মহাসড়ক-আঞ্চলিক সড়কগুলোতে গত ১৩ মাসে সড়ক ও মহাসড়ক মিলে ৭৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৯৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন চার শতাধিক। আহদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা গেছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ১৩ মাসে জেলার চারটি মহাসড়কে ৫৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭০ জন। অপরদিকে আঞ্চলিক সড়কগুলোতে ২৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। এসব দুর্ঘটনায় ৩৯৬ জন আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর মৃত্যুবরণ করেন। আবার কেউবা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন।

এ হিসেবে অনুযায়ী সিরাজগঞ্জে প্রতি মাসে গড়ে ৭ দশমিক ১৫ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এর মধ্যে গত বছরের জুন মাসে সর্বোচ্চ নয়টি দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি ঘটে। আহত হন ৯২ জন। এ পরিসংখ্যানের বাইরেও ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটে যেগুলো স্থানীয়ভাবে নিষ্পত্তি হয়। ফলে মিডিয়া ও পুলিশ প্রশাসনের সেগুলো নজরে আসে না।

জনকণ্ঠ

Exit mobile version