Site icon অবিশ্বাস

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

 

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলিম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার জানপুর মহল্লার ছাকমান শেখের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ শেখ একটি বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তার চিৎকারে গৃহবধূর শাশুড়ি এগিয়ে এলে আকাশ শেখ পালিয়ে যান।

গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন ধরে আকাশ শেখ আমার স্ত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর ও আকাশের পরিবারের কাছে অভিযোগও করা হয়। যে কারণে আকাশ ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকাল ৩টার দিকে বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যুগান্তর

Exit mobile version