Site icon অবিশ্বাস

সিরাজগঞ্জে ভাগ্নী ধর্ষণ মামলায় খালু গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় ভাগ্নী ধর্ষণ মামলায় খালু শাহিন আলম (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। ২২ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার।

গ্রেফতারকৃত শাহিন আলম কামারখন্দ থানার শ্যামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

ভিকটিমের বাবা জানান, গত ৯ জানুয়ারি তার ১৩ বছর বয়সী মেয়ে খালার বাসা হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় বেড়াতে যায়। খালার অনুপস্থিতিতে খালু ভিকটিমকে বাসায় একা পেয়ে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এএসপি প্রনব কুমার সরকার জানান, ধর্ষণ মামলায় র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় অভিযান চালিয়ে শাহিন আলমকে গ্রেফতার করে।

পরিবর্তন

Exit mobile version