Site icon অবিশ্বাস

সিরাজগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

 

গ্রেফতার জাহাঙ্গীর আলম খান (৫৫) সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি জেলার রায়গঞ্জ উপজেলার বাঐখোলা-রুদ্রপুর গ্রামে।

পুলিশ জানায়, মাদ্রাসায় আরবি পড়ানোর সময় শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন শিক্ষক জাহাঙ্গীর। দীর্ঘ দিন ধরে তিনি এই অপকর্ম করে আসছেন। দুই দিন আগে এরকম আরেকটি ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি হাফিজুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।”

ঢাকা ট্রিবিউন

Exit mobile version