Site icon অবিশ্বাস

সিলেটের খ্রিস্টান মিশনারির ভূ-সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কুচক্রী মহল

সিলেট অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় শতাধিক কোটি টাকার ভূ- সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ট্রাস্টের কতিপয় ভূমি লোভী কর্মকর্তা ও প্রভাবশালী কুচক্রী মহল ট্রাস্টের ভূমি অবৈধভাবে বিক্রি করে আত্মসাত করার পায়তারা চালাচ্ছে। বৃহত্তর সিলেটের ভাটেরা, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটে অবস্থিত খ্রিস্টান মিশনগুলো রক্ষার জন্য সিলেট প্রেস বিটারিয়ান সিল্ড নামে ট্রাস্ট বোর্ড গঠন করা হয়। ট্রাস্ট পরিচালনায় নিয়োজিত ভূমি লোভী কতিপয় কর্মকর্তা ও প্রভাবশালী মহল ট্রাস্টের ভূমি বিক্রি করে আত্মসাতের চেষ্টা করছে। যুগ যুগ ধরে এ সম্পত্তি খ্রিস্টানরা ভোগ দখল করে এলেও প্রভাবশালী মহলের চক্রান্তে বিগত কয়েক বছর ধরে তাদের উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়েছে।

সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিল্ড ট্রাস্টের বোর্ডের কতিপয় কর্মকর্তা কর্তৃক শতাধিক কোটি টাকার ভূ-সম্পত্তি অবৈধভাবে বিক্রি করার অভিযোগ করা হয়। এইসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিসেস মিরা বিশ্বাস বলেন, নয়া সড়কস্থ খ্রিস্টান মিশনারীর প্রায় ৯ একর ভূমি রয়েছে। এর মধ্যে ১৪০ শতাংশ ভূমি ট্রাস্টের সংবিধানকে পাশ কাটিয়ে বিক্রি করে দেয়া হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। কুচক্রী মহল এখন মামলা তুলে নেয়ার জন্যে হুমকি দিচ্ছে।

আজকের কাগজ, ১ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version