Site icon অবিশ্বাস

সিলেটের জকিগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা প্রয়াত মো. নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দেয়ার অভিযোগে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নুরুল আমিন চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

 

তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী। পুলিশের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় বুধবার জকিগঞ্জ থানা পুলিশ মামলাটি রেকর্ড করে বলে নিশ্চিত করেন ওসি মীর মো. আবদুন নাসের।

অভিযুক্ত ওই চিকিৎসক জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আফতাবুর রহমান চৌধুরীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ডা. নুরুল আমিন চৌধুরী বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করতেন। ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো. নাসিম মারা যাওয়ার পর ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন।

এর আগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার দায়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে শোকজ করা হয়েছিল। পরে স্ট্যান্ড রিলিজ করে গোয়াইনঘাটে বদলি করা হয়। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের জানিয়েছেন, আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

যুগান্তর

Exit mobile version