Site icon অবিশ্বাস

সিলেটে বাসের ধাক্কায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মাহিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোগলাবাজারের রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়া স্থানীয় সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হেলাল আহমদের মেয়ে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে মোগলাবাজার থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, বাসের ধাক্কায় মাহিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হলে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করা হয়।  আবেদেনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো নিউজ

Exit mobile version