Site icon অবিশ্বাস

সিলেটে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মরিচা এলাকায় ২৪ আগস্ট শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবদুস শহীদ ছলু (৩২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।

 

নিহত আবদুস শহীদ ছলু (৩২) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদিহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসেরের ভাষ্য, একদল ডাকাত মরিচা এলাকায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশে সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

ওসির দাবি, এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবদুস শহীদ ছলুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ইউএনবি

Exit mobile version