Site icon অবিশ্বাস

সিলেটে যুবতীকে ধর্ষণ, ধর্ষক আটক

সিলেট সদর উপজেলার বলাউরা গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক নুরুজ্জামান নজরুল (২২) কে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ। 

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ জানান, ধর্ষণের শিকার মেয়েটি থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১২, তাং ১৫/০৬ /১৯ ইং। মেয়েটির সাথে গত ২-৩ বছর ধরে ধর্ষক নুরুজ্জামান এর প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ জুন রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ছেলেটি ধর্ষণ করে। কিন্তু এরপর বিয়েতে রাজি হয়নি।  এদিকে, ধর্ষণের শিকার মেয়েটি সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।  গ্রেফতার নুরুজ্জামানের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রহিমপুর গ্রামে। তার পিতার নাম মখদ্দছ আলী।  নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেট ভিউ

Exit mobile version