Site icon অবিশ্বাস

সিলেটে শাবিপ্রবির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। ভিক্টিম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। 

 

অভিযুক্ত সুবীর দাশ সুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।

১২ জুলাই সোমবার বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ভুক্তভোগী ওই ছাত্রী উল্লেখ করেন, টিউশনি করে বাসায় ফেরার পথে বাগবাড়ি এলাকায় সুমন তাঁর পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য সিএনজি অটোরিকশায় উঠলে সুমন জোর করে অটোরিকশায় উঠে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্ত সুমন পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের পত্রিকা

Exit mobile version