Site icon অবিশ্বাস

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদ ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরিদুল ইসলাম (২৫) মারা যান।

সোমবার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার রায়পুর স্টেশনস্থ মোজাহের মেম্বারের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারে পড়তেন।

স্থানীয় সূত্র জানায়, ফরিদুল ইসলাম ভোরে ফজর নামাজ শেষ করে বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের মূল ফটকে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাগো নিউজ

Exit mobile version