Site icon অবিশ্বাস

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার মানিক মিয়া ওরফে ছালিক (২৬) নামে এক যুবককে ৯ অক্টোবর শুক্রবার জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

 

মানিক উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে। এর আগে এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের ওই তরুণী পাশের গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৭ অক্টোবর বুধবার রাতে ধর্ষণের শিকার হয়। নির্যাতিতা তরুণীর বোন জামাই ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে মানিককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ওই তরুণীর বাবা মানিককে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

দোয়ারাবাজার থানার এস আই নোবেল সরকার জানান, মানিককে শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার জোন’এর বিচারক শ্যাম কান্ত সিনহা’র আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

সমকাল

Exit mobile version