Site icon অবিশ্বাস

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযোগে কালা মিয়া নামের ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রাম থেকে তাকে আটক করা হয় । আটক কালা মিয়ার একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহর ছেলে।

 

১২ এপ্রিল সোমবার দুপুরে আটক ওই বৃদ্ধকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, পুরানপড়া গ্রামের চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করেন কালা মিয়া। ভুক্তভোগী ওই দুই শিশু রোববার পান নিতে গেলে কালা মিয়া তাদেরকে দোকানের ভেতর ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এর আগে বেশ কয়েকদিন ওই শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন ওই বৃদ্ধ। ঘটনার দিন দুপুরে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে বৃদ্ধকে গ্রামবাসী আটক করে পুলিশে দেয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, শিশুদের জবানবন্দির ভিত্তিতে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে। সোমবার দোয়ারাবাজারের আমল গ্রহণকারী আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহার আদালতে ওই ধর্ষক বৃদ্ধকে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলেও জানান তিনি।

সমকাল

Exit mobile version