Site icon অবিশ্বাস

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জানুয়ারি বুধবার দুপুরে সিলেট নগরীর হযরত শাহজালাল মাজার এলাকা থেকে হাফিজ সোলেমান আলীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গেল ৫ নভেম্বর বোনের বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী। সেই রাতেই তাকে ধর্ষণ করে বোনের ভাসুর হাফিজ। এরপর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ওই কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় গেল ২৫ জানুয়ারি হাফিজকে আসামি করে ছাতক থানায় মামলা করে কিশোরীর বড় বোন।

চ্যানেল টোয়ান্টিফোর

Exit mobile version